আন্তর্জাতিক বার্তা

বিশ্বের মুসলিম জাহান, আপনারা শান্ত হোন। আপনারা পরস্পরের প্রতি আক্রমণ বন্ধ করুন। আপনাদের রয়েছে অপরিসীম মেধা, রয়েছে অপরিমের শক্তির উৎস পবিত্র কুরআন। প্ররোচনা ও উত্তেজনার বশবর্তী হয়ে একে অপরের প্রতি মারণাস্ত্রের অপপ্রয়োগ বন্ধ করুন। আপনারা কি মনে করেন, আপনাদের অন্তরালের আড়ালে মহান খোদার দৃষ্টি পড়ে না? নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ ও রাসুল (সাঃ)-এর আদর্শের লঙ্ঘন করে, সে কখনো আল্লাহপাকের শান্তি-আশ্রয় পেতে পারে না। সকলেই তওবা করুন, শপথ নিন- “কোন মুসলিম দেশ অপর মুসলিম দেশকে আঘাত ও অসম্মান করব না, সর্বোপরি আত্মবিধ্বংসী যুদ্ধে কোনভাবেই লিপ্ত হব না”।