ভিশন

কুরআন ও সুন্নাহর উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত শেষ জামানার সর্বশ্রেষ্ঠ তরিকা নক্শবন্দি মোজাদ্দেদিয়া নেসবতের দরবার-এ চরদিয়া শরীফের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানবজাতির কাছে সর্বশেষ সত্য ধর্ম ইসলামের মূল বাণী প্রচার-প্রসারের দ্বারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববাসীর ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সুনিশ্চিত করা।