সাজরা শরীফ

তরিকায়ে নকশ্বন্দীয়া মোজাদ্দেদীয়ার পবিত্র সেজরা শরীফ বা সিলসিলা (পীর পরম্পরা)

১. .বিশ্বনবী দয়ালনবী রাহমাতাল্লিল আল আমীন আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা হুজুর পুরনূর সাল্লেল্লাহে আলাইহে ওয়াসাল্লাম
২. আমীরুল মোমেনীন খলিফাতুল মুসলেমীন হযরত আবুবক্কর সিদ্দীক (রাঃ)
৩. হযরত সালমান ফারসী (রাঃ)
৪. বেকায়ে তাবেয়ীন হযরত কাসেম ইবনে মোহাম্মদ বিন আবু বক্কর (রঃ)
৫. রূহানীয়াতে ইমামে আজম সাইয়্যেদেনা হযরত ইমাম জাফর সাদেক (রঃ)
৬. রূহানীয়াতে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ [আবু ইয়াজিদ তৈফুর] বোস্তামী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
৭. রূহানীয়াতে কুতুবুজ্জামান হযরত আবুল হাসান খেরকানী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
৮. শায়েখুত তরিকত হযরত আবু আলী ফারমাদী তুসী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
৯. হযরত খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানী (রঃ)
১০. রইছুত তরিকত হযরত খাজায়ে খাজেগান আব্দুল খালেক গজদেওয়ানী (রঃ)
১১. হযরত মাওলানা খাজা শাহ্ আরীফ রেওগারী (রঃ)
১২. হযরত খাজা মাহমুদ আঞ্জীর ফাগনভী (রঃ)
১৩. হযরত খাজা শাহ্ আজিজানে আলী আর-রামায়েতানী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
১৪. হযরত খাজা মাওলানা মোহাম্মদ বাবা ছাম্মাছী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
১৫. হযরত শাহ্ সৈয়দ আমীর কুলাল (রঃ)
১৬. ইমামুত তরিকত শামসুল আরেফিন সাইয়্যেদেনা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দী (রঃ) তাঁর প্রকৃত নাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল-বোখারী (রঃ)। তিনি নকশ্বন্দীয়া তরিকার ইমাম। মাজার শরীফ, রাশিয়ার অন্তর্গত বোখারা হতে ৩ মাইল দূরে কসবা-ই-আরাকান নামক গ্রামে
১৭. হযরত মাওলানা ইয়াকুব চরখী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
১৮. হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
১৯. হযরত মাওলানা জাহেদ (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২০. হযরত মাওলানা শাহ্ দরবেশ মোহাম্মদ (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২১. হযরত মাওলানা খাজকি আম্কানকি (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২২. হযরত খাজা মোহাম্মদ বাকী বিল্লাহ (রঃ)
২৩. ইমামে রব্বানী কাইয়ুমে জামানী গাওসে সামদানী মাহবুবে সোবহানী রাফিইয়েল মাকানী সুলতানুল মাশায়েখ হযরত শেখ আহম্মদ ছেরহিন্দ মোজাদ্দেদ আলফেছানী (রঃ)
২৪. হযরত আদম বুনরী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২৫. হযরত সাইয়্যেদ আব্দুল্লাহ আকবর আবাদী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২৬. হযরত পেদায়ে বোজর্গওয়ারে খোদ্ আবদুল রহিম (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২৭. হযরত মাওলানা শাহ্ ওলিউল্লা মোহাদ্দেছে দেহলবী (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২৮. হযরত মাওলানা শাহ্ আব্দুল আজিজ (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
২৯. হযরত কাদ্ওয়াতোল্ ওলামাও অল্ মোহাদ্দেছিন্ (রঃ)
৩০. মাহবুবে সোবহানী হযরত সাইয়্যেদ আহমেদ (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
৩১. ওছ অতুল মোহাক্কেকীন মাহবুবে সাইয়্যেদেল্ মোরছালিন হযরত নূর মোহাম্মদ (রঃ) কোদ্দেছা ছের্রুহুল আজিজ
৩২. কুতুবুল এরশাদ রসুলে-নোমাঁ হযরত শাহ্ সুফী সৈয়দ ফতেহ আলী ওয়ায়েসী (রঃ)। মাজার শরীফ, ২৪/১, মুন্সীপাড়া লেন, ( দিল্লীওয়ালাদের কবরস্থান) মানিকতলা, কলিকাতা, ভারত
৩৩. আওলাদে রাসুল মাশুকে খাজা হাদীয়ে জামান কুতুবুল এরশাদ মহাত্মা হযরত শাহ্ সুফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রঃ) কোদ্দেছা র্ছেরুহুল আজিজ। মাজার শরীফ, গোবরা শরীফ, কলিকাতা, ভারত
৩৪. আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদীয়ে জামান পীরে বেমেছেল খাজায়েনে রহমত হযরত মাওলানা শাহ্ সুফী খাজা মোহাম্মদ ইউনুছ আলী নকশবন্দী মোজাদ্দেদী আল কাদরী ওয়াল চিশ্তি (রঃ)
৩৫. পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল বাহরে আছরার হাদীয়ে জামান রাহনামায়ে তরিকত বাহেরে শরীয়ত হযরাতুল আল্লামা হযরত মাওলানা শাহ্ সুফী মকিম উদ্দিন আহমেদ নকশবন্দী মুজাদ্দেদী আল চিশ্তী আল কাদরী (রঃ)
৩৬. আরেফে রাব্বানী মাহবুবে সোবহানী কাইয়ুমে রেছালাত সুলতানুল মুজাহেদীন শাহ্ সুফী হযরত মাওলানা আঃ ওয়ারেছ ইছলামপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রঃ)
৩৭. ইমামে রাব্বানী মোজাদ্দেদ আলফেছানী (রঃ) এর মহা আত্মার আত্মবিশ্বাসী খাজা বাবার আশেক টাঙ্গাইল বাবার নয়নের মণি ইসলামপুরী বাবার প্রাণের প্রাণ ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ লুৎফর রহমান শাহ্জাদপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রঃ)।