শুভ উদ্বোধন

দরবার-এ-চরদিয়ার ওয়েবসাইট।

তারিখঃ ১৮ জামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ২৬ অগ্রহায়ন ১৪২৯ বাংলা, ১২ ডিসেম্বর ২০২২ ইং রোজ সোমবার।

শুভ উদ্বোধন

দরবার-এ-চরদিয়ার ওয়েবসাইট।

তারিখঃ ১৮ জামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ২৬ অগ্রহায়ন ১৪২৯ বাংলা, ১২ ডিসেম্বর ২০২২ ইং রোজ সোমবার।

সারসংক্ষেপ

বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবার-এ রেসালাতে মোজাদ্দেদিয়া চরদিয়া পাক দরবার শরীফ বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার কল্যানপুরে ঈমামুত তরিকত অবিসংবাদিত ইসলাম প্রচারক বিশ্ববরেণ্য আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ লুৎফর রহমান শাহজাদপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রঃ)-এর প্রত্যক্ষ নির্দেশে আমাদের পরম ভক্তিভাজন শ্রদ্ধাম্পদ মুর্শিদ জামানার মোজাদ্দেদ সৈয়দ তাছের আহমেদ কল্যাণপুরী নকশবন্দী মোজাদ্দেদী কর্তৃক প্রতিষ্ঠিত নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার একটি প্রসিদ্ধ ওয়াকফকৃত মুসলিম দরবার শরীফ। কুরআন ও সুন্নাহর এর উপর সুপ্রতিষ্ঠিত এই দরবার শরীফে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সাঃ), পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আযহা, পবিত্র মহরম, পবিত্র শবে কদর, পবিত্র শবে বরাত, পবিত্র শবে মেরাজ, নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতের ইমাম মোজাদ্দেদ আলফেসানী (রঃ)-এর পবিত্র ফাতেহাখানি, পবিত্র ওরশ মোবারকসহ ইসলাম ধর্মের সকল দিবস সমূহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃংখলভাবে উদযাপিত হয়ে থাকে।

দরবার শরীফ থেকে দেশ ও দশের কল্যাণে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে হুজুরপাক প্রতিনিয়ত দিক-নির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন, যা সুফি ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

“হে বিশ্বের মানুষ, যে এই সাইটটিকে নিজ কল্যাণের দিকে ভাববে তার কল‍্যাণ সুনিশ্চিত”